ডা. আফছারুল আমীনের শূন্যতা অপূরণীয় : মেয়র

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

দেশের ক্রান্তিলগ্নে ডা. আফছারুল আমীনের মৃত্যুর ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

গতকাল রোববার যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে এসে মেয়র ছুটে যান আফছারুল আমীনের কবর জেয়ারত করতে। এসময় উপস্থিত কাউন্সিলরবৃন্দ এবং নেতৃবৃন্দের উদ্দেশ্যে মেয়র বলেন, একদিকে করোনা মহামারী অন্যদিকে ইউক্রেনরাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতির অস্থিরতা বাংলাদেশেও ভূরাজনৈতিক কারণে বিপুল চাপ তৈরি করেছে। দেশের এ ক্রান্তিকালে ডা. আফছারুল আমীনের চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, আতাউল্লা চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, গাজী মো. শফিউল আজিম, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, মো. নুরুল আমিন, মো. নূরুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, মো. আবদুস সালাম, মো. মোর্শেদ আলী, মোহাম্মদ আবদুল মান্নান, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানুর বেগম, তছলিমা বেগম নুরজাহান, জাহেদা বেগম পপি, হুরে আরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগ নেতা ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল