হালিশহর ফ্রেন্ডস সোসাইটি (হাফুস) আয়োজিত সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ ডা. আফছারুল আমিন স্মৃতি লিভো–ইউনিফাইন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুক্রবার হাফুস মাঠে শুরু হচ্ছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। উদ্বোধক হিসেবে থাকবেন ডা. আফছারুল আমিনের সহধর্মীনি প্রফেসর ডা. কামরুন নেছা মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। এ উপলক্ষে গতকাল বিকেলে প্রেস ক্লাব ভবনস্থ ক্লাব কলেজিয়েটস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্ণধার ও হাফুস সভাপতি ফরিদ আহমেদ বাবু লিখিত বক্তব্যে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরেন। চট্টগ্রামের এ প্রয়াত রাজনীতিবিদের স্মরণে আয়োজিত প্রথম এ টুর্নামেন্টে ৩২টি দল শুধুমাত্র দ্বৈত ইভেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে দেশ সেরা ও বিদেশি শাটলাররা অংশ নেয়ার কথা রয়েছে। ট্রফিসহ চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। আজ উদ্বোধনী দিনে তিনটি খেলা হবে। এছাড়া প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রেজাউল করিম ভুট্টো, কর্মকর্তা বাহাউদ্দিন জুয়েল, তসলিমউদ্দিন আনন্দ ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সহ সভাপতি জাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।