জ্বরে ভুগে হাসাপাতাল ঘুরে বাড়ি ফিরেছেন দেশের ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে সেই জ্বরের কারণ ডেঙ্গু বা চিকুনগুনিয়া নয়। একটু বেশি ডায়েট কন্ট্রোল ও দুশ্চিন্তা করায় অসুস্থ হয়েছিলেন তিশা। হাসপাতালে যাওয়ার খবর তিশা নিজেই দিয়েছেন ফেসবুকে। লিখেছেন কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রোববার থেকে জ্বর বেড়ে যাওয়ায় শরীর বেশি খারাপ হয়। এরপর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। তিশা বলেছেন জ্বরের সঙ্গে শরীরে ব্যথাও ছিল। খবর বিডিনিউজের।
হাসপাতালে ভর্তির পর প্রথমে শরীর আরও খারাপ হয় বলে জানান অভিনেত্রী। তারপর চিকিৎসা শুরু হলে ধীরে ধীরে জ্বর নামে, সুস্থ বোধ করেন তিনি। এরপর সোমবার বাসায় ফেরেন অভিনেত্রী। কমেন্ট বক্সে অনেকের প্রশ্ন ছিল, কেন এমন হল? এবং চিকিৎসকের পরীক্ষা–নিরীক্ষায় কিছু ধরা পড়লো কী না। তিশা বলেছেন, ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়াসহ নানা ধরনের পরীক্ষা করিয়েছেন। সেসব কিছু নয়। কিছুদিন ধরে বেশি বেশি ডায়েট কন্ট্রোল করছিলেন তিনি।
এছাড়া কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তাও করছিলেন। চিকিৎসকের ধারণা, এসব কারণেই জ্বরে পড়েন তিশা।












