ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে রোগী সমাবেশ

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মরণে ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে গতকাল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, খতমে কোরান, মিলাদ এবং সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে রোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ড. মো. ইলিয়াস চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একমাত্র চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালেই খুবই স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তিনি আরো বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের রোগী সেবার মান খুবই উন্নত এবং অতুলনীয়। তিনি বলেন, সহযোগীতা না করলে কোন কাজ সুন্দর হয় না। ভালো কাজ করতে গেলে সমস্যা আসবেই। সকলে সমভাবে সহযোগীতামূলক কর্মকান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্যতম দপ্তর হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। সরকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ষ্ট্রোকে প্যারালাউজড ও থ্যালাসেমিয়ার মত ৬টি জটিল রোগের চিকিৎসার জন্য সমাজকল্যান মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ”হাসপাতাল সমাজসেবা কার্যক্রম” এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তিনি সমাজের বিত্তবানদের ডায়াবেটিক হাসপাতালে আর্থিক অনুদান দেয়ার আহবান জানান যাতে করে উক্ত অনুদানের মাধ্যমে গরীর রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা যায়। বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার বলেন, ডায়াবেটিস রোগী এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সমিতির সভাপতি ও চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। মানবতার জন্য কাজ করাই হচ্ছে সৃষ্ঠিজগতের শ্রেষ্ঠতম ইবাদত। অনুষ্ঠানে নির্বাহী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামরুল পাশা ভূঁইয়া, সমিতির সহ-সভাপতি এস.এম শওকত হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, নির্বাহী সদস্য সৈয়দ মোর্শেদ হোসেন, মোঃ হাসান মুরাদ, মোঃ শহীদুল আলম, মোঃ আলী চৌধুরী, রোগী সদস্য এ ওয়াই এম জাফর এবং হাসপাতালের এডিশনাল ডাইরেক্টর ডাঃ নওশাদ আজগার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদাবি আদায় না হলে আন্দোলন
পরবর্তী নিবন্ধভূমি কমিশনের সভা স্থগিতের পর রাঙামাটিতে হরতালও স্থগিত