ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ

ঢাকা সমিতির সেমিনারে বক্তারা

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের সম্মেলন কক্ষে ‘ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে খাদ্যের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সমিতির কার্যকরী সভাপতি ডা. মোজাম্মেল হক শারিফীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উপপরিচালক হাসিনা আকতার লিপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হাফেজ মো. আনোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. এমদাদুল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট জহির হোসেন, ডা. এম এ মতিন, আলমগীর সরকার, জীবন সদস্য তাজউদ্দিন, ইব্রাহিম প্রমুখ। সভায় ডায়াবেটিক ডায়েট রোগীদের সচেতনভাবে জানার এবং মেনে চলার জন্য বিশেষ ক্যাম্পেইন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বাচ্চুর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধমানবাধিকার কমিশন ডবলমুরিং থানা শাখার সমন্বয় সভা