ডায়াবেটিক জেনারেল হাসপাতালে নাক কান ও গলা বিভাগ উদ্বোধন

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা বিভাগ উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গনে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
এসময় সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন,ডায়াবেটিক হাসপাতালের নব সংযোজন নাক, কান ও গলা বিভাগ। প্রধান অতিথি বলেন, ডায়াবেটিক হাসপাতালের রোগী সেবার মান আজ থেকে আরো এক ধাপ এগিয়ে গেল। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ। স্বল্পমূল্যে ডায়াবেটিস চিকিৎসার জন্য ডায়াবেটিক হাসপাতালের সেবার মান অতুলনীয়। পাশাপাশি এই হাসপাতালে সকল ধরণের চিকিৎসা সেবা গ্রহণের জন্য রোগীদেরকে অনুরোধ করেন এবং চিকিৎসকদের রোগীদের সাথে ভালো আচরণ করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছেন। সকল শিক্ষার্থীদের কোভিড প্রতিরোধে ফাইজার এর টিকা দেয়া হচ্ছে। পরিশেষে তিনি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আমিনুল ইসলাম বলেন, আমাদের দেশে দেখা যায়, নাক, কান বা গলার কোনো সমস্যা হলে রোগীরা অজ্ঞতাবশতঃ ইএনটি স্পেশালিস্টদের কাছে না গিয়ে মেডিসিন বা নিউরোমেডিসিন স্পেশালিস্টদের কাছে আগে যান। এর প্রধান একটি কারণ হচ্ছে নাক বা কানের সমস্যায় বেশির ভাগ ক্ষেত্রে মাথাব্যথা হয়। এভাবে অন্য চিকিৎসকের কাছে গেলে রোগীর ঠিকমতো চিকিৎসা হয় না। তাই এসবের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে। তাহলে এই রোগ থেকে নিরাময় সম্ভব। নির্বাহী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এস এম শওকত হোসেন,্ব শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান,এএসএম জাফর, লায়ন মো. সানাউল্লাহ, মো. হাসান মুরাদ, শহীদুল আলম, মো. আলী চৌধুরী, সালমা রহমান মনি, অ্যাডভোকেট আকতার হোসেন, মো. আরিফুর রহমান শাহীন, আসাদুজ্জামান খান, ডা. নওশাদ আজগর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাব ও অনিরুদ্ধ বড়ুয়া স্মৃতি ট্রাস্টের পোশাক বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০৪, মৃত্যু ১ জনের