ডায়রিয়ায় দুদিনে সাত মৃত্যু

আলীকদমের দশ গ্রামে প্রাদুর্ভাব

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নে তিনটি পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে দুর্গম অঞ্চলের ১০টি গ্রামে। গতকাল সোমবার ঘটনাস্থলে দুটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, জেলার আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত ইয়ংচা পাড়া, মেনলিও পাড়া, সোনাদি পাড়া, মেনরুং পাড়া, কচ্ছপিয়া পাড়া, আলিশ্যা পাড়া, রুইথং পাড়া, তংরিং পাড়া এবং মাংলুম পাড়াসহ পার্শ্ববর্তী ১০টি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট এবং প্রচণ্ড গরমে প্রায় এক সপ্তাহেরও অধিক সময় ধরে ছড়িয়ে পড়া ডায়রিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন পাড়াগুলোতে আক্রান্ত হয়েছে শিশু-কিশোর বয়স্ক দুই শতাধিক নারী-পুরুষ। তাদের মধ্যে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে ৭ জনকে। রোববার ও গতকাল দুদিনে পাড়াগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
করুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান ক্রাতপু ম্রো জানান, তিনটি পাড়ায় ডায়রিয়ায় ইতোমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন মেনলিও ইয়ংচা পাড়ার বাসিন্দা রামধন ম্রো, খাইচাং ম্রো, থুংলাক ম্রো, সোনাদি পাড়ার জনরুন ত্রিপুরা এবং মাংলুম পাড়া মাংধন ম্রো, রেংচং ম্রো ও চিংরে ম্রো।
এদিকে ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবরে রোববার এবং গতকাল সোমবার ঘটনাস্থলে গেছে স্বাস্থ্য বিভাগের দুটি মেডিকেল টিম। এছাড়া সেনাবাহিনীর দুটি মেডিকেল টিমও গেছে। সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টারযোগে মেডিকেল টিমের কাছে প্রয়োজনীয় ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন পাঠিয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, প্রচণ্ড গরম ও দূষিত পানি ব্যবহারের কারণে দুর্গম পাড়াগুলোতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। করুকপাতা ইউনিয়নে বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা কত সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর চারটি মেডিকেল টিম গেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে আশা করি।

পূর্ববর্তী নিবন্ধবিকাশ লেনদেনের তথ্য সংগ্রহ করে গ্রাহকের টাকা আত্মসাৎ
পরবর্তী নিবন্ধউখিয়ায় ৭ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার