ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৫ সালের সেরা বিক্রয়কর্মী ও বিপণনকারীদের সম্মাননা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও বিক্রয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল গুণগত মান অক্ষুণ্ন রেখে বাজারের চাহিদা পূরণ ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা। গত ১৮ জানুয়ারি নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী। কোম্পানির পরিচালক (অর্থ) এবিএম কামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল জুনায়েদ, আবদুল্লাহ আল ফরহাদ ও গোলাম মোস্তফা। ২০২৫ সালে বিক্রয়ে অর্জন ও ২০২৬ এর লক্ষ্য–পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন, ডায়মন্ড সিমেন্টের সেলস বিভাগের জিএম আব্দুর রহিম, আরিফুল ইসলাম, এজিএম কামরুজ্জামান, দিপ্তিমান দাশ (কর্পোরেট), সিনিয়র ম্যানেজার এম এ মোতালেব, ফজলুল কাদের, ইশতিয়াক রায়হান মাহমুদ ও ম্যানেজার মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন জিএম (প্ল্যান্ট) সোহেল তালুকদার, জিএম (একাউন্টস) মনির হোসেন, সিনিয়র ডিজিএম আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ডিজিএম মোস্তাফিজুর রহমান, সিনিয়র এজিএম মো. শামসুদ্দীন, এজিএম হারুন উর রশীদ, জসীম উদ্দীন সরকার, ইফতেখার আহমেদ, মো. আমান উল্লাহ চৌধুরী, দিদারুল আলম, মকবুল খন্দকার, সিনিয়র ম্যানেজার মো. মহসিন, আহসান হাবিবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেন, ডায়মন্ড সিমেন্ট শুধু একটি পণ্য নয়, এটি গ্রাহকের বিশ্বাস ও আস্থার প্রতীক। এই আস্থা অর্জন করতে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে গুণগত মান। প্রেস বিজ্ঞপ্তি।












