ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে সাতকানিয়া উপজেলার নির্মাণ শিল্পীদের নিয়ে এক মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের মার্কেটিং এন্ড সেলস বিভাগের এজিএম মো. শরিফুল ইসলাম চৌধুরী। মার্কেটিং এন্ড সেলস বিভাগের সিনিয়র এঙিকিউটিভ আব্দুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রকার সিমেন্ট ব্যবহার, কার্যকারিতা ইত্যাদি নিয়ে আলোচনা করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে মো. শরিফুল ইসলাম চৌধুরী ডায়মন্ড সিমেন্টের পাশে থাকার জন্য নির্মাণশিল্পীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এক্সিকিউটিভ মো. আরিফ, সুফিয়ান বিন আরিফসহ নির্মাণশিল্পীবৃন্দ। অনুষ্ঠান শেষে সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।