ডায়মন্ড কোস্টাল প্লাস সিমেন্টের ৬ বছর পূর্তি উদযাপন

| মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রথম লবণাক্ততা প্রতিরোধক বিশেষায়িত সিমেন্ট ডায়মন্ড কোস্টাল প্লাস-এর ৬ বছর পূর্তি উদযাপন করেছে ব্র্যান্ডের উৎপাদক ডায়মন্ড সিমেন্ট লিমিটেড (ডিসিএল)। গতকাল সোমবার নগরীর স্ট্র্যান্ড রোডে ডায়মন্ড সিমেন্টের কর্পোরেট অফিস এবং কর্ণফুলী উপজেলার ইছানগরে কারখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করা হয় উপকূলীয় স্থাপনার উপযোগী এই বিশেষায়িত সিমেন্টের বাজারজাতকরণের বর্ষপূর্তি।
ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অন্যান্যর মধ্যে প্রতিষ্ঠানটির ডিরেক্টর (অপারেশন) আবেদুল বারী, ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং ও লজিস্টিক) আব্দুল্লাহ আল ফরহাদ, জিএম (প্ল্যান্ট) গোলাম মোস্তফা, সিনিয়র ডিজিএম (একাউন্টস অ্যান্ড ফিন্যান্স) মনির হোসেন, হেড অফ সেলস (চট্টগ্রাম) আব্দুর রহিম, ডিজিএম (একাউন্টস অ্যান্ড ফিন্যান্স) আব্দুল হান্নান, ডিজিএম (প্রোডাকশন) সাজ্জাদুল আনিস চৌধুরী, ডিজিএম (মেইন্টেনেন্স) আব্দুল মান্নান, ডিজিএম (সিভিল) সুমেধ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন । পরিচালক লায়ন মো. হাকিম আলী দেশের প্রথম লবণাক্ততা প্রতিরোধক সিমেন্ট ডায়মন্ড কোস্টাল প্লাসের সফলতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাব্যক্ত করেন সকলের সহযোগিতায় ডায়মন্ড সিমেন্ট আরো এগিয়ে যাবে। ডায়মন্ড কোস্টাল প্লাস কংক্রিটে লবণাক্ততার অনুপ্রবেশ ঠেকানো, আর্দ্রতা ও ক্ষয়রোধে অনেক বেশি কার্যকর। অধিক শক্তির এই সিমেন্ট ক্লোরাইড এবং সালফেটের আক্রমণ থেকে নিজেকে দীর্ঘসময় ধরে সুরক্ষিত রাখতে সক্ষম বলে উপকূলীয় রুক্ষ জলবায়ুর মধ্যেও স্থাপনা হয় টেকসই ও দীর্ঘস্থায়ী। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিসিএল কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধইমাম হোসাইন (রা.) ইনসাফ প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন