ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার চারটি খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় জয় পেয়েছে ডায়নামিক, আরজি, আনোয়ারা ও শিকলবাহা ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে ডায়নামিক ফুটবল একাডেমি ১–০ গোলে ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে অদিত্য ভট্টাচার্য। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আরজি ফুটবল একাডেমি ৩–০ গোলে মিরশ্বরাই ফুটবল একাডেমিকে হারায়। বিজয়ী দলের সৈয়দ আবদুল আউয়াল একাই ৩ গোল দিয়ে হ্যাট্রিক অর্জন করে। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে আনোয়ারা ফুটবল একাডেমি ৫–০ গোলে এ প্লাস ফুটবল একাডেমিকে। আনোয়ারার পক্ষে মোহাম্মদ হামিম ২টি গোল করে। এছাড়া অন্তু দেব নাথ, আবিদ হোসেন এবং কামরুল ইসলাম প্রত্যেকে ১টি করে গোল দেয়। দিনের ৪র্থ ও শেষ ম্যাচে শিকলবাহা স্পোর্টস একাডেমি ১–০ গোলে একরাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলদাতা সজীব বড়ুয়া। আজ ২ জানুয়ারি, শুক্রবার টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হবে। ৯.৩০ টায় খেলবে ব্রাদার্স ফুটবল একাডেমি বনাম সন্দ্বীপ ফুটবল একাডেমি। সকাল ১১টায় খেলবে চট্টগ্রাম ফুটবল ট্রেডিং সেন্টার বনাম নেমা ফুটবল একাডেমি। দুপুর ২ টায় খেলবে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি বনাম ইয়ং ফুটবল একাডেমি। দুপুর ৩.৩০টায় খেলবে আকুবদন্ডী ফুটবল একাডেমি বনাম পাঠানটুলী ফুটবল একাডেমি। সব খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।












