ডাহুক পাখি

কাসেম আলী রানা | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ডাহুক পাখি, ডাহুক পাখি

তোমার দুটি ছা,

কান্নার স্বরে ডাকছে দেখো

খাবে মালাই চা।

মালাই চা তে দুধের সরে

ডুবিয়ে দুটি ঠোঁট,

পুকুর পাড়ে পাটি বনে

পড়েছে কালো কোট!

ডাহুক পাখি, ডাহুক পাখি

পুকুর ঘাটে আসো,

কালো গরু দুধ দিয়েছে

ছানা পোনা বসো!

দুধের সাথে মুড়ি দেবো

আরও দেবো সর,

কলা দেবো, মিঠা দেবো

দেবো মায়ার ঘর।

পূর্ববর্তী নিবন্ধখোকার বায়না
পরবর্তী নিবন্ধকেমন আমি?