নগরীর সার্সন রোড এলাকার একটি ভবনের সামনে পড়ে থাকা একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইছামতি নামের একটি ভবনের সামনের ডাস্টবিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশ সূত্র জানায়, একটি শিশু ডাস্টবিনে পড়ে আছে- এমন সংবাদ স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ শিশুকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, মৃত অবস্থায় ওই শিশুকে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। কে বা কারা শিশুটিকে ডাস্টবিনে ফেলেছে তা খুঁজে বের করা হবে। ডাস্টবিনে পাওয়া শিশুর বয়স একদিন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।