আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে খেজুর গাছের ডাল কাটতে গিয়ে ভরা শঙ্খ খালে পড়ে চাঁন মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া বরুমচড়া চাঁদুয়া পাড়ার মৃত সালেহ আমদের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান জানান, নিহত চাঁন মিয়ার পারিবারিক সূত্রে তিনি জানতে পারেন গতকাল দুপুরে ভরা শঙ্খ খালে নির্মিত এলিভেটর রাবার ড্যাম সংলগ্ন খালের পূর্বপাড় হতে ঝাড়ু বানানোর জন্য খেজুর গাছের ডাল কাটেন চাঁন মিয়া। এরপর হঠাৎ তার শরীরে খারাপ লাগলে সে মাথা ঘুরে খালে পড়ে যায়। স্রোতে কয়েক শ ফুট ভেসে যাওয়ার পর স্থানীয়রা তাকে দেখতে পেয়ে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য মিজান বলেন, চাঁন মিয়া সকালেও একবার সেখান থেকে খেজুরের ডাল কেটে ঘরে আনেন। চাঁন মিয়া একজন সরকারের তালিকাভূক্ত প্রতিবন্ধী। পরিবারের তার ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রয়েছে। গতকাল রাত ১০টায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের লাশ উদ্ধার করা মোহাম্মদ আরাফাত জানান, কমিউনিটি সেন্টার এলাকা দিয়ে যাওয়ার সময় ভরা শঙ্খ খালে একজন বৃদ্ধের লাশ ভাসতে দেখি। এ সময় আশপাশের লোকজনকে নিয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা বলেন, পানিতে ডুবে যাওয়া এক বৃদ্ধকে তার স্বজনরা হাসাপতালে নিয়ে আসে। বৃদ্ধ লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।