ডালিয়া নাছিরের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

| বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সহধর্মিণী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ হেলাল উদ্দিনের মা ডালিয়া নাজনীন নাছির, মীর নাছির কন্যা নুসরাত নাজনীন নাছির ও বড় বোন শামসুন্নাহার বেগমের ১৯তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এই উপলক্ষে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ডালিয়া কুঞ্জে গতকাল বুধবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ১৯ বছর আগে সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত মীর নাছির পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র যুগ্ম সহসভাপতি ইকবাল হোসেন, এস কে খোদা তোতন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, ইকবাল চৌধুরী, মোহাম্মদ মহসিন, নুর উদ্দিন হোসেন নুরু, জাফর আহমদ, আমিনুল ইসলাম, জাকের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও মরহুমাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডালিয়ানুসরাত ফাউন্ডেশন, আমাতুন্নুর মহিলা মাদ্রাসা, হেফজখানা ও এয়াতিমখানার উদ্যোগে হাটহাজারীস্থ মীর বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধব্যাটারি গলি-বহদ্দারহাটে ১২ দোকানদারকে জরিমানা