বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন পবিত্র ঈদুল ফিতরে নগরীর চট্টেশ্বরী রোডস্থ তার বাসভবন ডালিয়া কুঞ্জে বিএনপি ও এর অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, কবি সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ উপলক্ষে তার বাসভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামশুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসনহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ অতিথিদের মীর নাছির স্বাগত জানান। তাদের সাথে কুশল বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।