ডারউইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের জয়

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৯ পূর্বাহ্ণ

ডারউইনে প্রস্তুতি ম্যাচে ডিক্সিকে ৩৭ রানে হারিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮১ রান করে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাইম শেখ ২৯ বলে ৩৬ ও আফিফ হোসেন ৩৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। আফিফ আহত হয়ে অবসর নেওয়ার পর অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩, ইয়াসির আলি চৌধুরীর অনবদ্য ৩০ এবং মৃত্যুঞ্জয় চৌধুরির ১৮ রানের উপর ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান করে ম্যাচ হারে ডিক্সি। ইয়াসিন মুনতাসির ১২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন।

এছাড়া জগদেশ্বর কোদুরু ২৫ রান করেন। মাহফুজুর রহমান রাব্বি ৩৮ রানে এবং রকিবুল হাসান ৫ রানে ২টি করে উইকেট নেন। দ্বিতীয়বারের মতো টপ এন্ড টিটোয়েন্টি সিরিজ খেলতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ ১৪ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে তারা।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি ব্যাটারদের কড়া সমালোচনায় শোয়েব আখতার
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জয় উইন্ডিজের