ডামি নির্বাচনের প্রার্থীরা যেন আর ভোটে আসতে না পারে

ইসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সুযোগ না পান সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এজন্য তারা নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশও দিয়েছে। গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এমন দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনটি। খব্‌র বাংলানিউজের।

সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, ২৪ সালের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা যেন প্রার্থী হতে না পারেন সেজন্য আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। নির্বাচন ও আইনশৃক্সখলা পরিস্থিতি সন্তোষজনক নয়। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা জীবন সংকটে। পলাতকরা বিদেশের মাটিতে বসে হত্যার নীলনকশা করছে।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্রের জবাবে হার্ডলাইনে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলা ও রক্তের জবাব পাল্টা দেওয়া হবে। আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে।

সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, ২৪ সালের নির্বাচনে অনেকে কিন্তু আওয়ামী লীগের বাইরে থেকেও এমপি হয়েছেন। তারা জুলাই আন্দোলনে গণহত্যাকে সাপোর্ট করেছেন। কাজেই ওই ডামি নির্বাচনে যারাই প্রার্থী হয়েছিলেন তাদের যেন ২৬ সালের নির্বাচনে সুযোগ দেওয়া না হয়। কোনোভাবেই যেন তারা অংশ নিতে না পারেন সেজন্য আমরা লিগ্যাল নোটিশও দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পপতি ও ব্যবসায়ীদের কল্যাণ নিশ্চিত হলে অর্থনীতি আরও গতিশীল হবে
পরবর্তী নিবন্ধক্ষমতা ধরে রাখার মানসিকতা দেশকে পিছিয়ে নেবে