ডাবের পানি খাইয়ে অপহরণ, ৬ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

দীর্ঘ ছয় মাস পর নগরী থেকে নিখোঁজ হওয়া এক স্কুল ছাত্রীকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে অপহারণ করা হয়েছিল। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন মিয়াজী নামে একজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে।

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার আজাদীকে বলেন, গত ১৮ মে নগরীর খুলশী এলাকায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী। এ ঘটনায় তার পিতা থানায় জিডি করেন। ২৪ নভেম্বর কুমিল্লার চান্দিনা থানার পরচঙ্গা বাজারে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই দিন অভিযুক্ত আলমগীর হোসেন মিয়াজীকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, উদ্ধারের পর ওই স্কুল ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয়। এতে সে উল্লেখ করে, আলমগীর হোসেন মিয়াজী তার বান্ধবীর (এজাহারনামীয়) সহযোগিতায় ডাবের পানি খাইয়ে তাকে অজ্ঞান করে কুমিল্লা নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ে আরও শঙ্কার দিন আসছে
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার