ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ ।। আরো ২ বছর সময় বাড়ানোর আবেদন

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-ঢাকা রুটের গুরুত্বপূর্ণ ‘আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর’ প্রকল্পের নির্ধারিত মেয়াদ গতকাল বুধবার শেষ হয়েছে। রেলওয়ের ৬ হাজার ৫০৫ কোটি টাকার এই প্রকল্পটি ২০১৪ সালের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায়। ছয় বছর মেয়াদী প্রকল্পটি গত বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু পরবর্তীতে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। জানা গেছে, করোনার কারণে প্রকল্পটির কাজ শেষ করা সম্ভব হয়নি। কাজের অগ্রগতি কম হওয়ায় শেষ পর্যন্ত আরও দুই বছর সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, গতকাল পর্যন্ত প্রকল্পটির মোট ৭৫ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে। মহামারীর মধ্যেও সীমিত পরিসরে চলছে প্রকল্পের কাজ। তবে আজ বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনে প্রকল্পের কাজ চলবে কিনা তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শহীদুল ইসলাম আজাদীকে বলেন, গত ১৭ জুন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে যথাসময়ে সুচারুরূপে প্রকল্পের কাজ সম্পন্নকরণে বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। এছাড়াও কাজের অগ্রগতি দেখে সচিব মহোদয় সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে প্রকল্পের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার ব্যাপারে প্রকল্প পরিচালক বলেন, পূর্ব নির্ধারিত প্রকল্পের মেয়াদ ছিল চলতি বছরের ৩০ জুন। আমরা প্রকল্পের মেয়াদ আরো ২ বছর বাড়ানোর জন্য প্রস্তাব করেছি। আশা করি মন্ত্রণালয় প্রস্তাব অনুমোদন করবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ভালো। ব্রিজ-কালভার্টের কাজ ৮৫ শতাংশ শেষ হয়েছে। এই ৭২ কিলোমিটারের মধ্যে বড় ব্রিজ আছে ২৪টা এবং কালভার্ট আছে ৪৫টা। আশা করছি আগামী ২ বছরের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণের কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রুটে সকল ট্রেনের স্পিড বাড়বে। কমবে সময়ও।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম-ঢাকা ৩২১ কিলোমিটার রেলপথের ১১৮ কিলোমিটার আগে থেকেই ডাবল লাইন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনটি প্রকল্পের মাধ্যমে ১৩১ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়েছে। বাকি ৭২ কিলোমিটার নির্মাণের জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহন বন্ধ, ক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধ১৫৭ কোটি ৯২ লাখ টাকা পৌরকর আদায় চসিকের