ডাবল অ্যাবসেন্টের হুমকি দেওয়া শিক্ষিকা বরখাস্ত

নো ওয়ার্ক, নো স্কুল

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ‘ডাবল অ্যাবসেন্ট’ দেখানোর হুমকি দেওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষিকা তাহমিনা রহমানকে বরখাস্ত করা হয়েছে। তাহমিনা বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এঙটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু গতকাল সোমবার বিকালে বলেন, তাহমিনা রহমানকে প্রাইমারিলি সাসপেনশন লেটার পাঠিয়ে তাকে শোকজ করা হয়েছে। খবর বিডিনিউজের।

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন গত রোববার।

ওইদিন শিক্ষার্থীদের গ্রুপে দেওয়া এক বার্তায় প্রভাষক তাহমীনা বলেন, কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে তাকে ‘ডাবল অ্যাবসেন্ট’ দেখানো হবে। ওই বার্তার স্ক্রিনশট পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই সমালোচনায় মুখর হন।

রোমান হরফে বাংলা ভাষায় লেখা বার্তায় শিক্ষিকা তাহমীনা রহমান বলেছিলেন, আগামীকাল কেউ যদি ক্লাস মিস দিয়ে স্ট্রাইকে যেতে চাও, যেতে পারো। আমি তাকে দুইটা অ্যাবসেন্ট দিয়ে দেব। সবাই না আসলে সবাই অ্যাবসেন্ট। আর এই টপিকে কেউ কাউন্সেলিং চাইতে আসবে না।

বিশ্ববিদ্যালয়ের এঙটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, শিক্ষার্থীদের গ্রুপে দেওয়া ওই বার্তার জন্য প্রভাষক তাহমীনা ইতোমধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছেন। আর তিনি একদিন অনুপস্থিতির জন্য দুই দিন অনুপস্থিত দেখানোর কথা বলতে পারেন না। কেউ ১ টাকার অপরাধ করলে তাকে ২ টাকার শাস্তি দেওয়া যায় না।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা প্রসিডিউর আছে। সে অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শিক্ষিকা তাহমিনা রহমানের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধআজ হযরত বদর আউলিয়ার বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যা বন্ধ কর