ডাপার শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) উদ্যোগে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণী গতকাল শনিবার নগরীর আকবরশাহ থানাধীন কর্ণেলহাট নিউ মনসুরাবাদস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালবাংলাদেশের (টিএলএমআইবি) সহযোগিতায় এবং স্থিতিস্থাপক ডাপার জন্য সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম জেলার আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, সীতাকুণ্ড, ফটিকছড়ি শাখা ও চট্টগ্রাম সিটির ৬টি থানা মোট ২৭৫ জন কুষ্ঠ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, কুষ্ঠ আক্রান্ত ও সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, স্কুল ইউনিফরম, কলম, ক্যালকুলেটর, খাতা, পেন্সিল, শার্পনার, ইরেজার ও জ্যামিতি বঙ। প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বলেন, ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশন (ডাপা) একটি কুষ্ঠ আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবন্ধী মানুষকে কেবল প্রতিবন্ধী হিসেবে অনুগ্রহ নয় দিতে হবে মানুষ হিসেবে যথাযোগ্য সম্মান ও অধিকার। সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং পরিচর্যার মাধ্যমে তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ডাপা তৃণমুলের পিছিয়ে পড়া প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এতে আরও বক্তব্য রাখেন সংস্থার কোষাধ্যক্ষ নাসিমা আক্তার। পরে প্রধান অতিথি নির্বাচিত ২৭৫ জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে আম পাড়তে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধগন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু