‘ডাক দিয়ে যাই’ এর বাউবি দিবস উদযাপন

| শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণকামী সংগঠন ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের আয়োজনে বাউবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কেটে দিবসটি উদযাপনের পাশাপাশি এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি। সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজ বাউবি শাখার ভিপি মো. পারভেজ খানের পরিচালনায় বাউবি দিবসে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, সমাপনী বক্তব্য দেন চট্টগ্রামে বাউবির প্রতিষ্ঠাতা আঞ্চলিক পরিচালক ফরিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত মজুমদার, প্রকাশনা সম্পাদক একেএম শাহাজাহান, সাংগঠনিক সচিব ফরহাদ হোসেন, আঞ্চলিক সহকারী পরিচালক হেলাল উদ্দিন পাটোয়ারী ও ইস্রাফিল, কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম সোহেল, সুমন শেখ, কফিল উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাকিল, সাদিয়া চৌধুরী, বোরহান, রুবেল, রাসেল, মিজান, জয়নাল, মেরাজ, জাহাঙ্গীর, রশিদ, রাশেদ, নয়ন, ইমরান, হানিফ, আলী, রবিন, সিহাব, ফয়সাল, আশীষ, ইমরুজ, রাফাত, মামুন, খালেদ, মহিউদ্দিন প্রমুখ।

র‌্যালিতে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, সিটি কলেজ, হাটহাজারী কলেজ, বিজয় স্বরনী ডিগ্রী কলেজ, হাজেরা তজু ডিগ্রী কলেজ, ব্যারিস্টার কলেজ, পটিয়া কলেজ, রেলওয়ে পাবলিক, কাট্টলী নুরুল হক, ফৌজদারহাট কেএম, মুসলিম হাই, চট্টগ্রাম সরকারি হাই, সানোয়ারা বালক, সারমন, ছালেহ জহুর ও গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের বাউবি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় বসলো ন্যায্য মূল্যের কৃষকের হাট