রাউজানে বিশাক্ত সাপের কামড়ে মো. আব্দুল কাদের নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ডাক্তাররা দুপুরে তাকে মৃত ঘোষণা করলেও মা-বাবা শিশুটিকে রাতে নিয়ে যান উজার কাছে। তবে এতেও কোন সুফল মিলেনি।
গতকাল সোমবার বিকালে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের তফজল আহমেদ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল কাদের ওই এলাকার ইলেকট্রেশিয়ান মো. আবু সৈয়দের ছেলে। এদিকে চিকিৎসা শুরু করার আগে বাধন খুলে দেওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের জেঠা শাহাজান।
নিহতের বাবা আবু সৈয়দ বলেন, সোমবার বিকালে সাপে দংশন করলে জীবিত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক ভাবে দেওয়া বাধন খুলে ইনজেকশন দেওয়ার পর পর আমার ছেলের সাড়াশব্দ বন্ধ হয়ে যায়৷ পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু আব্দুল কাদেরের অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানিয়েছেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার ইসলাম।
নিহত আব্দুল কাদের এর বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা-মা সহ স্বজনরা আহাজারি করছেন। ছেলে এখনো বেচে আছে এমন আশায় রাত পৌনে ১২টায় এক উজার কাছে নিয়ে যাওয়া হয়৷ পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ।
এক বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল আব্দুল কাদের। অপর ভাই প্রতিবন্ধী।