‘কোভিড-১৯ : বর্তমান দৃশ্যপট, সচেতনতা ও মানবতা’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুর রব মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর আবু ফয়েজ খাঁন চৌধুরী। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর ইলেক্ট রহেলা খান চৌধুরী ও জেলা গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জোনাল কো-অর্ডিনেটর জাহেদা আক্তার মিতা, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, প্রফেসর মঈন উদ্দিন আহমদ, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আব্দুল মামুন বাহার, আজিজুল গণি চৌধুরী, পিপি এসকে আজিম পিন্টু ও উদয় শংকর দাস। সেমিনারে বক্তারা বলেন, করোনাভাইরাসের সাথে যেহেতু আমাদের বসবাস করতেই হবে তখন অত্যন্ত সচেতনতার সাথে নিয়ম কানুন মেনে চলতে হবে। বিভিন্ন হাসপাতালে অঙিজেন সংকট প্রসঙ্গে বক্তারা বলেন, কেউ অযথা অক্সিজেনের সিলিন্ডার বাসায় নিয়ে মজুদ করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীকে অক্সিজেন দেওয়া অনেক সময় বিপদের কারণ হতে পারে। অন্যদিকে কোনো মুর্মূষু রোগী অঙিজেন থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। ক্লাব সেক্রেটারী মোহাম্মদ সালাহ উদ্দিন এর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে সেমিনারটি সমাপ্তি ঘোষণা করা হয়।