চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে সম্প্রতি সংঘটিত একটি ডাকাতি মামলার দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া গাড়ির বিভিন্ন কাটা অংশ ও একটি স্মার্টফোন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালানো হয়। অভিযানকালে সোনারগাঁ পেট্রোল পাম্প এলাকার ভাড়াটিয়া বশির আহম্মদ লিটন (৪২) কে আটক করা হয়, যিনি রাঙামাটির লংগদু থানার উত্তর ঠেকাপাড়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার দেলী গ্রামে অভিযান চালিয়ে মামলার আরও এক অভিযুক্ত মোঃ রায়হান (২৮) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকেই উদ্ধার করা হয় ডাকাতি হওয়া গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও একটি স্মার্টফোন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা সংঘটিত ডাকাতির পরিকল্পনা ও মালামাল লুকানোর বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় তালিকাভুক্ত করে আদালতে উপস্থাপন করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
আমার থানা এলাকায় কোন অপরাধ সংঘটিত হলে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অভিযান শুরু করি। এটাও তার ব্যতিক্রম নয়, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অভিযান শুরু করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমার থানা এলাক যে কোন অপরাধ নির্মূলে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।