ডাকাতি করতে লোহাগাড়া আসার পথে থানা পুলিশের জালে

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি কাটা রাইফেলসহ মুহাম্মদ সোহেল (৪২) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, একটি লম্বা ছুরি, একটি লোহার রড, একটি ডাকাতির মাংকি টুপি উদ্ধার করা হয়। পৃথক আরেকটি অভিযানে আড়াই হাজার পিচ ইয়াবাসহ দুজন ইয়াবা কারবারিকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী বাসে তল্লাশি এবং পৃথক আরেকটি অভিযানে ২ হাজার ৫ শ ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটকৃতদের মধ্যে মুহাম্মদ সোহেল কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বহদ্দার কাটা পুচ্ছালিয়া পাড়ার মৃত নুরুল আমিনের পুত্র।

ইয়াবাসহ আটক আসামিরা হলেন, মুহাম্মদ সুমন (২৫), নোয়াখালী জেলার, হাতিয়া উপজেলার, পশ্চিম চর চেঙ্গা ৪নং ওয়ার্ডের বাহার উদ্দিনের পুত্র, অপরজন নুরনবী (২০) ভোলা জেলার সদর থানার পশ্চিম চরখালী ৩নং ওয়ার্ডের কাঞ্চনের পুত্র। ইয়াবার কাজে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজ্জু করা হয়েছে এবং ইয়াবাসহ আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বিকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় ডিমবাহী পিকআপ ভ্যান খাদে, সাড়ে ৫ হাজার ডিম নষ্ট