মহেশখালী–বদরখালী সংযোগ সেতুর বদরখালী প্রান্তের প্যারাবনে মহেশখালীর এক তরুণীকে পৈশাচিক ভাবে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনার মাত্র তিন দিনের মাথায় এবার মহেশখালীতেই ঘটেছে এক গৃহবধূ ধর্ষণের ঘটনা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার
কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে। একদল ডাকাত ঘরে ঢুকে একাকী ঘরে থাকা গৃহবধূকে ধর্ষণ করে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিদোয়ান প্রকাশ টিপু নামের এক যুবককে গতকাল গ্রেপ্তার করেছে।
গৃহবধূর স্বামী অভিযোগে উল্লেখ করেন, ঘটনার ৪ দিন আগে থেকে আমি ভগ্নিপতির চিকিৎসার জন্য চট্টগ্রামে ছিলাম। বাড়িতে আমার স্ত্রী ও ছোট্ট চাচাতো বোন ছিল। ওই রাতে মুখোশ পরিহিত এক ডাকাত কৌশলে আমার ঘরের জানালা দিয়ে ঢুকে দরজা খুলে দিলে আরো ৪জন ডাকাত বন্দুক, ধারালো দা ও ছুরি নিয়ে ঘরে ঢুকে। এদের মধ্যে একজন আমার স্ত্রীকে হাত–পা বেঁধে পাশবিক নির্যাতন চালায়। এ সময় অন্য ডাকাতরা আলমারি খুলে কয়লা বিদ্যুতের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ থেকে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা টাকা লুট করে নিয়ে যায়। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমি চট্টগ্রাম থেকে এসে মামলা দায়ের করি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবার থেকে তাৎক্ষণিক আমাকে কেউ জানায়নি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। তিনি বর্তমানে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৫জন আসামির বিরুদ্ধে ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকালে উপজেলার কালারমার ইউনিয়নের উত্তর নলবিলা গ্রাম থেকে রিদোয়ান প্রকাশ টিপু (৪১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে একই গ্রামের ফজল আহমদের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র ও নারী নির্যাতন আইনে আরো ৮টি মামলা রয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মাহফুজুল হক বলেন, বুধবার সন্ধ্যায় একজন গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে মর্মে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি।’
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ৪–৫ জন লোক ঘরে ঢুকে আমাকে ঘুমের মধ্যে একজন মুখ চেপে ধরে। আরো দুজন আমার কোমর থেকে চাবি নিয়ে নেয়। তাদেরকে বাধা দিলে ছুরি দিয়ে জবাই করার হুমকি দিয়ে একজন আমাকে ধর্ষণ করে। দুর্বৃত্তরা আলমারি খুলে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদল ঘটনা কাউকে জানালে আমার স্বামীকে মেরে ফেলার হুমকিও দেয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় কালারমারছড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহেশখালীর ছাত্রজনতা ও স্কুল শিক্ষার্থীরা। এ সময় তারা এই পাশবিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।