নগরীর সদরঘাট থানাধীন চট্টগ্রাম বন্দর আবাসিক ২নং গেইটের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল, ইমাম মেহেদী রবি, জাহেদ, মাইন উদ্দিন পারভেজ, আসাদুজ্জামান সাকিব ও নাজিম উদ্দীন রাহুল। তাদের থেকে পাওয়া তিনটি ছুরি, একটি চাপাতি ও ব্যবহৃত সিএনজি ট্যাক্সিটি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই জাকির হোসেন জানান, মাঝিরঘাট এলাকার বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গুদাম ডাকাতি করার উদ্দেশ্যে চক্রটি ঘটনাস্থলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।