ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আটক ৩

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ৯:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ ২১নং ক্যাম্প চাকমারকুলে যৌথ অভিযান চালিয়ে মো. জাফর শাহ(২২), মো. আয়াত উল্লাহ(২৪) ও মো. সাদেক(২১) নামের তিন ডাকাতকে আটক করেছে এপিবিএন এবং সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৫টার সময় ডি/০১ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ডি/০১ ব্লকে কয়েকজন রোহিঙ্গা ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। উক্ত সংবাদের ভিত্তিতে এপিবিএন ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযান পরিচালনাকালে দৌড়ে পালানোর সময় উপরোক্ত তিনজনকে ডি/০১ ব্লক হতে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রামদা, দু’টি চাপাতি, একটি দামুর দা, একটি টর্চলাইট, দু’টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ সময় আরো অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। পাশাপাশি
গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে বিয়ের নামে স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান, আটক ১
পরবর্তী নিবন্ধট্রেনটি এসে থামে বাসের খুব কাছেই, অল্পের জন্য রক্ষা