নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের প্রবেশমুখে অভিযান চালিয়ে ৩ টি ছোরা, ক্ষুর ও ১টি পুরাতন লোহার রডসহ সংঘবদ্ধ ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রবিবার মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাহাদাত, মো. রবিউল হোসেন প্রকাশ জয়, মো. ইয়াসিন আরাফাত, মো. রবিন ইসলাম হৃদয় ও আবদুল করিম।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে কোতোয়ালীর সিআরবি, কদমতলী ও ফলমন্ডিসহ আশপাশের বাসা বাড়ি–দোকান গুলোতে রাতের বেলায় ডাকাতি করে থাকে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িযোগে নগরীর বিআরটিএ এলাকায় আসা পথচারীদের জিম্মি করে ডাকাতি করে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে এসব তথ্য জানা যায়।












