পবিত্র রমজান মাসে বাস যাত্রীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে পরিবহন জগতের অন্যতম প্রতিষ্ঠান মারছা ট্রান্সপোর্ট লিমিটেড। প্রথম রমজান থেকেই মারছা পরিবহনে যাতায়াতকারী রোজাদার যাত্রীদের মাঝে এই ইফতার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবহনটির কর্তৃপক্ষ।
প্রতিদিন বিকেল ৪টা থেকে ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার রুটের অন্তত ১০টির বেশি মারছার কাউন্টারে একসাথে এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়।
রোজা রেখে বাড়ি ফেরা মানুষের জন্য ইফতার করা ভীষণ কষ্টের। আর তাই সেই কষ্টের কথা অনুভব করে এই রমজানে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন মারছা গ্রুপের পরিচালক আবদুল আউয়াল মোরতুজা।
তিনি বলেন, ইফতারের পূর্বমুহুর্তে রোজাদাররা ঠিক সময়ে বাড়ি ফিরতে পারেন না। অনেকে যানজটে আটকা পড়েন। তাদের এই কষ্ট লাঘব করতেই প্রতি বছরের মতো এবারও আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি।
যাত্রীদের সেবা দেওয়ার পাশাপাশি তাদের চলাচলে যে কোনো প্রয়োজনে মারছা কর্তৃপক্ষ সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলেও জানান আবদুল আউয়াল মোরতুজা।
এদিকে মারছার এমন মানবিক উদ্যোগ পরিবহন সেক্টরে সহমর্মিতা ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি করবে বলে জানিয়েছেন রোজাদার যাত্রীদের অনেকেই।