Home বৃহত্তর চট্টগ্রাম ডাকাতির প্রস্তুতিকালে আকবরশাহ থেকে তিনজনকে গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে আকবরশাহ থেকে তিনজনকে গ্রেপ্তার

0
ডাকাতির প্রস্তুতিকালে আকবরশাহ থেকে তিনজনকে গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে নগরীর আকবরশাহর টোলরোড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে আকবরশাহ এলাকার লতিফপুর টোল রোডের জেএমসি পেট্রোল পাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন সাহেদ হোসেন ওরফে টিটু (২৪), মোহাম্মদ জাহিদ হোসেন ওরফে শাকিল (২২) ও শাহেদ আজগর ওরফে হীরা (২৪)। তারা তিনজনই সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের আরও চার সদস্য পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কয়েকটি দেশিয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি টিপ চোরা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। পলাতক অন্যদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সদস্য। তারা আকবর শাহ ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার মহাসড়কে ডাকাতি করে আসছিল বলেও পুলিশ জানিয়েছে।