আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চার যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার সময় উপজেলার আনোয়ারা–চন্দনাইশ পিএবি সড়কের শোলকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মো. সেলিমের ছেলে মেহেদী হাসান ফয়সাল (২২), মো. সেলিমের ছেলে মো. আকিব (১৯), বাঁশখালীর বৈলগাঁও গ্রামের মো. ওসমানের ছেলে খোরশেদ (২৭) ও বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের আনোয়ার আজিমের ছেলে মো. রিদুয়ান (২১)।
থানা সূত্রে জানা যায়, রাতে টহলের সময় রাস্তার উপর সন্দেহজনকভাবে আটকদের দেখতে পায় পুলিশ। পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মীর্জা মুহাম্মদ হাসান বলেন, রাতে ডাকাতির প্রস্তুতির সময় চার যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টাসহ অস্ত্র মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে বলেও তিনি জানান।