ডাকসু সদস্যের ময়মনসিংহের বাসায় হাতবোমা, গ্রেপ্তার ৪

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ডাকসু স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেইটে হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনমো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)। খবর বিডিনিউজের।

বুধবার গভীর রাতে রাফিয়ার ময়মনসিংহের বাসার গেইটে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে তৃণমূল বিএনপি কোনো ষড়যন্ত্র মানবে না
পরবর্তী নিবন্ধএকটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন