ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৩৬ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাবির কার্জন হলের ভেতর থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্রঃ ঢাকা পোস্ট

পূর্ববর্তী নিবন্ধসহিংস বিক্ষোভে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী অপসারিত
পরবর্তী নিবন্ধহুন্ডাই অভিযানের পর আরও ব্যবসা প্রতিষ্ঠানকে নিশানা করবে যুক্তরাষ্ট্র