ডাউনিং স্ট্রিটের বাগানে লকডাউনের পান পর্বে আমন্ত্রিত ছিলেন ১শ জন

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছর লকডাউনের সময় এক পার্টির আয়োজন হয়েছিল ডাউনিং স্ট্রিটের বাগানে, যেখানে শখানেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তথ্য আসছে এখন। মঙ্গলবার যুক্তরাজ্যে প্রথম লকডাউনের মধ্যে গত বছর ২০ মে ওই পার্টিতে অতিথিদের নিজ নিজ পানীয় সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সস্ত্রীক ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন। অবশ্য বরিস জনসন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। খবর বিডিনিউজের।
লন্ডন মহানগর পুলিশ বলেছে, ওই ঘটনায় কোভিড বিধি ভঙ্গের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর আসার প্রেক্ষাপটে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। যুক্তরাজ্যের আইটিভি নিউজ একটি ইমেইল প্রকাশ করেছে, যেখানে অতিথিদের সামাজিক দূরত্ব বজায় রেখে সেই সন্ধ্যায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে পান পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। লন্ডনে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি থাকা অবস্থায় পার্টিতে আমন্ত্রণের ওই ইমেইল পাঠানো হয়। ১২ দিন পর ১ জুন ইংল্যান্ডে যখন বিধিনিষেধ কিছুটা শিথিল করা হল, তখনও ঘরের বাইরে একসঙ্গে সর্বোচ্চ ছয়জনের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের প্রধান বিরোধী দল লেবার পার্টি বলছে, সেদিনের পার্টিতে বরিস জনসনের উপস্থিতি প্রমাণিত হলে তা প্রধানমন্ত্রীকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করবে।
তবে ডাউনিং স্ট্রিট এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ২০২০ সালে বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত অন্যান্য জমায়েতের মত ২০ মের ওই পার্টিও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার আওতায় থাকবে। ইংল্যান্ডের আরেকটি রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেট পার্টি এ বিষয়ে পুলিশি তদন্তের দাবি তুলেছে। মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গত বছর ২০ মে ডাউনিং স্ট্রিটে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে যেসব খবর গণমাধ্যমে এসেছে, সে বিষয়ে তারা অবগত এবং মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডমিনিক কামিংসের একটি ব্লগে গত সপ্তাহে প্রথম সেই পানের পার্টির বিষয়টি প্রকাশ পায়। এরপর আইটিভি নিউজ ওই ইমেইলটি প্রকাশ করে, যা পার্টির আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী জনসনের মুখ্য ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছিল।
ইমেইলের বিষয়বস্তুর ঘরে লেখা ছিলো ‘সামাজিক দূরত্ব মেনে পান পর্ব! দাপ্তরিক-স্পর্শকাতর- শুধু নম্বর ১০ এর জন্য। ইমেইলে বলা হয়, অত্যন্ত ব্যস্ত একটি সময় পার করার পর আমরা ভাবছি, গতকাল ১০ নম্বরের বাগানে সামাজিক দূরত্ব মেনে খানিকটা পানের মধ্য দিয়ে চমৎকার এই আবহাওয়া উপভোগ করতে পারলে দারুণ হয়। সন্ধ্যা ৬টায় আমাদের সঙ্গে যোগ দিন, অনুগ্রহ করে নিজের পানীয় সঙ্গেই আনবেন।

পূর্ববর্তী নিবন্ধকোভিডে আক্রান্ত লতা মুঙ্গেশকর আইসিইউতে
পরবর্তী নিবন্ধরাস্তাঘাটের বেহাল দশা নিয়ে কাশ্মীরি শিশুর ভিডিও ভাইরাল