‘ডাইল করিম’ কারাগারে

রাইড শেয়ারিং বাইকে মাদক সরবরাহের অভিযোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে গ্রেপ্তার হওয়া শীর্ষ মাদক কারবারী রেজাউল করিম প্রকাশ ডাইল করিমকে (৪৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শুক্রবার রাতে আগ্রাবাদের মুহুরীপাড়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে গ্রেপ্তার হন করিম। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানিয়েছেন, করিম ৩০টি মামলার আসামি।
ওসি বলেন, করিম নগরীর শীর্ষ ও পুরোনো মাদক কারবারী। দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করেন বলে তাকে ‘ডাইলের ডন’ বলা হয়। মাদক বিক্রির জন্য তার আলাদা বাহিনী আছে। ওই বাহিনীর সদস্যদের পাশাপাশি তিনি নিজেও মাদক সরবরাহ করেন।
এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও প্রত্যেকবার জামিনে বেরিয়ে পুনরায় মাদক কারবার শুরু করেন করিম। এবারও পুলিশের চোখ ফাঁকি দিতে রাইড শেয়ারিং বাইকে চড়ে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছিলেন। তাকে গ্রেপ্তারে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। নতুন করে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মহসীন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধগভীর রাতে ফুটপাতে নবজাতকের কান্না