প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডাঃ এল এ কাদেরীর সহধমির্ণী সুরাইয়া কাদেরী গতকাল (রোববার) ভোর ৫ টা নাগাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০ বছর। তিনি এক পুত্র, এক কন্যা, নাতি–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমার লাশ আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের মরচুয়ারীতে সংরক্ষণ করা হয়েছে। ছেলেমেয়ে বিদেশ থেকে ফেরার পর আগামী ৭ মে (মঙ্গলবার) গ্রামের বাড়ি হাটহাজারীতে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মরহুমা সুরাইয়া কাদেরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষে সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ–সভাপতি শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মোঃ আশেকে এলাহী, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম জেলার পক্ষে সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ফারুক, নোমান আল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষে সভাপতি এ কে শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, যুগ্ম–সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সহীদ সরওয়ার খান, অর্থ সম্পাদক ইঞ্জিঃ হারুনুর রশীদ, বিএমএ সভাপতি প্রফেসর ডাঃ মুজিবুল হক খান, প্রফেসর ডাঃ ইমরান বিন ইউনুস, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর সিকান্দার হায়াত খান পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বিবৃতিদাতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।