ডলুখালে ভাঙন : বর্ষার আগে টেকসই বাঁধ নির্মাণের দাবি

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ডলুখালের আধুনগর ইউনিয়ন অংশে ভাঙন এলাকায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বর্ষার আগে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বিলীন হয়ে যেতে পারে প্রায় ৩ শতাধিক বসতঘর।

গত শুক্রবার দুপুরে দ্রুত টেকসই বাঁধ নির্মাণপূর্বক চলাচলের পথ সুগম করার দাবিতে ভাঙন এলাকায় আধুনগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মো. হারুন ও আনোয়ার বাবুল প্রমুখ।

জানা যায়, গত বর্ষায় সরদানী পাড়ায় ডলুখালের পাড় ঘেষা গারাঙ্গিয়া রশিদিয়া সড়কে প্রায় ১০০ মিটার ভাঙন দেখা দিয়েছে। আধুনগর বাজার থেকে মছদিয়া হয়ে গারাঙ্গিয়ার আলুরঘাট পর্যন্ত এ সড়ক বিস্তৃত। এ সড়ক দিয়ে প্রতিদিন সওদাগর পাড়া, সিপাহী পাড়া ও মছদিয়া বড়ুয়া পাড়ার প্রায় ৫৬ হাজার লোকজন যাতায়াত করতেন। বর্তমানে ওই সড়ক দিয়ে চলাচল একেবারে বন্ধ রয়েছে। সরেজিমেন দেখা যায়, আধুনগর ইউনিয়নে ডলুখাল ঘেষা গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের একাধিক অংশে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ব্লক দিয়ে খালের ভাঙন সংস্কার করেছে। গত বর্ষায় সরদানী পাড়ার সোনাইজান বাপের ঘাটা এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে বিকল্প সড়ক দিয়ে মানুষ যাতায়াত করছেন। সামনে বর্ষা মৌসুমে বৃষ্টিতে খালের পানি বেড়ে গেলে ভাঙা স্থান দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবে সরদানী পাড়াসহ আশপাশের এলাকার লোকজন।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গত বর্ষায় টানা বৃষ্টি ও পাহাড়ি পানির ঢলে ডলুখালের সরদানী পাড়ায় গারাঙ্গিায়া রশিদিয়া সড়কে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়। এতে খালের পাড় ভেঙে বিলীন হয়ে গেছে চলাচলের রাস্তা। সামনে বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল এলে ভাঙন দিয়ে ডলুর পানি লোকালয়ে ঢুকে পড়বে। প্লাবিত হতে পারে সরদানী পাড়াসহ আশপাশের এলাকার প্রায় ৩ শতাধিক বসতঘর।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন জানান, ডলুখালের সরদানী পাড়ায় ভাঙনে টেকসই বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, বর্ষার আগে ডলুখালের সরদানী পাড়ায় ভাঙনে টেকসই বাঁধ নির্মাণের জন্য জেলা মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। আশা করছি পানি উন্নয়ন বোর্ড কাজটি দ্রুত বাস্তবায়ন করবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধজাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য