ডলার কেনাবেচার ব্যবধান ১ টাকা, না মানলে শাস্তি

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ডলার কেনাবেচায় ব্যাংকগুলো সর্বোচ্চ এক টাকার বেশি নিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, যদি কোনো ব্যাংক এ নির্দেশনা না মানে তাহলে সেগুলোকে আর্থিক জরিমানাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক যে দরে ডলার কিনবে সর্বোচ্চ এক টাকা বেশিতে তা বিক্রি করতে পারবে। ডলার দর ও বাজার যাতে অস্থিতিশীল না হয় সে কারণে ডলার কেনাবেচার মধ্যে সর্বোচ্চ একটা স্প্রেড থাকবে। একইসঙ্গে বিদেশি মুদ্রার দর ব্যাংকের ডিসপ্লে পর্দায় দেখাতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিনের দর সব ব্যাংকের ওয়েবসাইটের একদম উপরে প্রদর্শন করতেও বলা হয়েছে। খবর বিডিনিউজের।

বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য নিয়মিত বাংলাদেশ ব্যাংকে পাঠাতেও নির্দেশনা দেওয়া আছে। গত কয়েকদিনে ডলার দর ১২৮ টাকায় উঠে যায়।

কয়েক মাস ডলার দর স্থিতিশীল থাকার পর আবার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলআইএমএফের শর্ত মানতে গিয়ে বাংলাদেশ ব্যাংক ডলার কেনাবেচায় নতুন কিছু পদক্ষেপ নিচ্ছে। ব্যাংকগুরোকে ১২৩ টাকার বেশি দরে রেমিটেন্স না কিনতে বলা হয়েছে।

অপরদিকে ডলারের দর বাজারভিত্তিক করার অংশ হিসেবে গত মঙ্গলবার প্রতিদিন ডলারের রেফারেন্স রেট ঠিক করে দেওয়ার পদ্ধতি আগামী সপ্তাহ থেকে শুরুর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধরোসাঙ্গিয়াঘোনায় সুন্নী কনফারেন্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় হেফজখানা-এতিমখানা উদ্বোধন করলেন মেয়র শাহাদাত