ডলারের মূল্য নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী মুখ্য সচিব ও গভর্নরকে চেম্বার সভাপতির চিঠি

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে ডলারের মূল্য নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের প্রতি এক পত্রের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। পত্রে তিনি বলেন, সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের অত্যধিক মূল্য বৃদ্ধি পেয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্য ৮৫ দশমিক ৮৫ টাকা হলেও ব্যাংকগুলোতে ৮৭ দশমিক ৩০ টাকা পর্যন্ত ডলার লেনদেন হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোর মধ্যে ডলারের দামের পার্থক্য প্রায় ২ টাকা। ফলে আমদানিকারকদেরকে বিপুল পরিমাণ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হচ্ছে। খোলা বাজারে ডলারের দাম ৯৩ টাকা অতিক্রম করেছে। এমতাবস্থায়, বিভিন্ন শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ইত্যাদি আমদানিতে আমদানিকারকগণ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। এ পরিস্থিতিতে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সংশ্লিষ্ট আমদানিরকারকগণ এবং ভোক্তা সাধারণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেসব কাঁচামাল আমদানিতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেসব ফিনিশড প্রোডাক্টের দামও বৃদ্ধি পাবে। মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় বৃদ্ধি শিল্পায়নের গতিকে ব্যাহত করবে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে। করোনা পরিস্থিতির কারণে অর্থনীতিতে অত্যন্ত নাজুক অবস্থা বিরাজমান। এ সময়ে ডলারের অতিরিক্ত দাম বৃদ্ধির ফলে উল্লেখিত খাতসহ সামগ্রিক অর্থনীতিতে অনেক নেতিবাচক প্রভাব পড়বে যা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে তিনি উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিটেইলার ও নির্মাণশিল্পীদের নিয়ে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ড