ডলারের তেজ খানিকটা কমল

| বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

 

ঊর্ধ্বমুখে ছুটতে থাকা ডলারের দাম খোলাবাজারে খানিকটা কমে ১০০ টাকার নিচে নেমেছে। গতকাল ঢাকার মতিঝিল ও পল্টনের একাধিক মানি এক্সচেঞ্জে গিয়ে এমন দরে কেনাবেচা দেখা গেছে। খবর বিডিনিউজের।

বৈদেশিক মুদ্রা কেনাবেচাকারী এই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা বলছেন, ডলারের সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ায় দর নেমেছে।

খোলাবাজারে ডলারের বিনিময় মূল্য কমলেও ব্যাংকে নগদ মূল্যে ডলারের বিনিময় হার কোনো প্রভাব দেখা যায়নি। আগের দিনের বিনিময় মূল্যই দেখা গেছে মতিঝিলের উত্তরা, সাউথইস্ট ও ঢাকা ব্যাংকের শাখাগুলোতে। বেলা ২টা থেকে চারটা পর্যন্ত এসব শাখায় ডলার কিনতে কাউকে দেখাও যায়নি।

ব্যাংক পাড়া মতিঝিলের বৈদেশিক মুদ্রা বিনিময়কারী রেজাউল করিম রিজু নামে একজন বলেন, আজ প্রচুর ডলার আসছে বিভিন্ন জায়গা থেকে। ডলারের অভাব নাই..যত লাগবে দিতে পারমু। এহন ৯৮ টাকা আর অন্য সময় নিলে যহন নিবেন, তহনকার রেট আলাদা। কোভিড১৯ মহামারীর প্রভাবে প্রবাস ফেরত ও বিদেশি পর্যটক থেকে তেমন ডলার যেমন মিলছে না, অন্যদিকে বিধিনিষেধ উঠে যাওয়ায় বিদেশ ভ্রমণ গেছে বেড়েএটাই ডলার সঙ্কটের কারণ হিসেবে দেখাচ্ছেন মানি এঙচেঞ্জের বিক্রয়কর্মীরা। গত মঙ্গলবার ডলারের বিনিময় হার ১০২ টাকায় উঠে যায় ছুঁয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসেই পুলিশ কনস্টেবল জনিকে দেখতে গেলেন বিপ্লব বড়ুয়া
পরবর্তী নিবন্ধমহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন