ডলারের কারণে দেশে সামনে মারাত্মক সংকট দেখছেন ফখরুল

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

ডলার সংকটের কারণে সামনে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুটি বিদ্যুৎকেন্দ্র ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারার কারণে বন্ধ হয়ে যাওয়া বিষয়ক এক প্রশ্নে গতকাল সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটাই হচ্ছে বাস্তবতা। শুধু এটাই নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যারা আমদানি করেন যে সমস্ত ব্যবসায়ীতারাও পণ্য আমদানি করতে পারছেন না ডলারের অভাবে। এটার প্রধান কারণ হচ্ছে যে, রিজার্ভের পরিমাণ এত কমে গেছে যেটা দিয়ে এখন আমদানি পণ্য কেনা সম্ভব হচ্ছে না। এটা তো এখনকার অবস্থা। কয়েকদিন পরে তো এই সংকট আরও বাড়বে যখন পদ্মা সেতুর টাকা পরিশোধ করতে শুরু হবে। আজকেই পত্রিকায় এসেছে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে নতুন তৃতীয় টার্মিনাল হচ্ছে সেই তৃতীয় টার্মিনালে আগামী বছর থেকে ১৫ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। খবর বিডিনিউজের।

সেই টাকা কোত্থেকে আসবে মন্তব্য করে তিনি বলেন, এটা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যারা ধারণা রাখেন তারা ভালো করেই জানেন যে, বর্তমানে বাংলাদেশ একটা চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এবং এই রিজার্ভের পরিমাণ এতই নেমে এসেছে যেটা মারাত্মক সংকট সৃষ্টি হওয়া শুধুমাত্র এখন সময়ের ব্যাপার মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামপ্রতিক বিদেশ সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জাতিকে তিনি (প্রধানমন্ত্রী) ধারণা দিতে চান যে, এখানে বিকল্প কোনো নেতৃত্ব নেই। সেভাবে তিনি এবার সফরটি করেছেন। এই সফর সম্পর্কে তিনি ধারণা দিতে চান যে, এই সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে যে, এই সফরের রেজাল্ট জিরো প্রায়। জাপানের সাথে আগে ঠিক হয়েছিল কিছু ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে সেটা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর অনুষ্ঠানকেন্দ্রিক আনুষ্ঠানিক ছাড়া ভিন্ন কিছু হয়নি বলে দাবি তার।

বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়মের অভিযোগ করে এবং এ খাতে ইনডেমনিটি দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এটা সত্য যে বিদ্যুৎ খাতে তারা যে দুর্নীতি করেছেন সেটা শুধুমাত্র তাদের লোকজনরা দুর্নীতি করেছেন এবং এখন জনগণের পকেট থেকে সেটা সারচার্জ হিসেবে কেটে নেওয়ার সমস্ত কাজগুলো চলছে।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে আমদানির খবরে কমছে পেঁয়াজের ঝাঁজ
পরবর্তী নিবন্ধজলবায়ু ঝুঁকি রোধে কাজ করে যাবে বাংলাদেশ : তথ্যমন্ত্রী