ডলফিন রক্ষা ও গবেষণায় অর্জিত প্রযুক্তি জ্ঞান ভূমিকা রাখবে

কর্মশালায় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ড. মনজুরুল কিবরীয়া

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

ডলফিন সংরক্ষণ এবং গবেষণার প্রযুক্তিগত বিষয়ের উপর ১২ দিন ব্যাপী এক কর্মশালা গত ১৪ আগস্ট শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সাথে সম্পাদিত এক চুক্তির আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে। গত ৩ আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ সভার সভাপতির বক্তব্যে হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের শিক্ষক রিসার্চ ল্যাবরেটরির চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ১২ দিনে কর্মশালায় অংশগ্রহণকারীরা বিপন্ন প্রজাতির ডলফিন রক্ষা, সংরক্ষণ ও গবেষণায় প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে কাজ করতে পারবে।

আশরাফুল আনামের সঞ্চালনায় গত ১৪ আগস্ট অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর ড. ড্যানিয়েল গঞ্জালেস সোকোলস্কি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. শামছিল আরেফিন, রিসার্চ ফেলো এবং শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধ‘কবিতায় শান্তির বারতা’