ডব্লিউএইচওর অনুমোদন পেল ম্যালেরিয়ার প্রথম টিকা

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্য দিয়ে প্রতিবছর আফ্রিকায় লাখো শিশুর মৃত্যু ঠেকানোর পথ তৈরি হল। বিবিসি লিখেছে, একশ বছরের বেশি সময় ধরে চেষ্টার পর ম্যালেরিয়ার একটি কার্যকর টিকা তৈরির বিষয়টি চিকিৎসাশাস্ত্রের জন্যই বড় এক অর্জন। খবর বিডিনিউজের।
বিশ্বের অন্যতম পুরনো এবং অন্যতম প্রাণঘাতী সংক্রামক রোগ এই ম্যালেরিয়া। মশাবাহিত এ রোগে প্রতি বছর মোটামুটি পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার। তাদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৬০ হাজার জনের বেশি।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গ্ল্যাক্সোাস্মিথক্লাইনের তৈরি করা আরটিএস, এস নামের এই টিকা কেবল ম্যলেরিয়া নয়, যে কোনো পরজীবীঘটিত রোগের বিরুদ্ধে মানুষের তৈরি করা প্রথম কার্যকর টিকা।

পূর্ববর্তী নিবন্ধনগরে বৃষ্টি হতে পারে আজ
পরবর্তী নিবন্ধআরও ৮০ হাজার রোহিঙ্গা যাবে ভাসানচরে