ডবলমুরিং থেকে ছিনতাই, নোয়াখালীতে উদ্ধার, গ্রেপ্তার ৪

গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি, চালককে নালায় পেলে ছিনতাই করেন সিএনজি

নিজস্ব প্রতিবেদক : | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৬:২৯ অপরাহ্ণ

গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেওয়ার পর চালককে নালায় পেলে সিএনজি অটোরিকশা ছিনতাই করেন একটি চক্র।

সোমবার (২৮ জুলাই) রাতে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ব্রাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পরদিন মঙ্গলবার (২৯ জুলাই) সিএনজি অটোরিকশার মালিক এ ঘটনায় মামলা করলে পুলিশের দ্রুত অভিযানে নোয়াখালীর সুধারাম থানাধীন মতিপুর এলাকায় অভিযান চালিয়ে সিএনজি উদ্ধারসহ চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করেন পুলিশ।

বুধবার (৩০ জুলাই) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ।

গ্রেপ্তার চারজন হলেন – পটুয়াখালীর বর্তমানে ডবলমুরিং সুপারিওয়ালা পাড়া এলাকায় বসবাসরত মোঃ হানিফের ছেলে মোঃ ইউসুফ প্রঃ নয়ন (২১),সাতকানিয়া বর্তমানে টাইগারপাস এলাকায় বসবাসরত মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ আকাশ (২১), কুমিল্লার বর্তমানে ডবলমুরিং মিস্ত্রীপাড়া এলাকায় বসবাসরত সিরাজুল ইসলামের ছেলে মোঃ মাসুদ (২২) এবং নোয়াখালীর বর্তমানে লালখান বাজার এলাকায় বসবাসরত মোঃ মোশাররফের ছেলে মোঃ শহিদুল প্রঃ শরীফ (২১)।

পুলিশ জানায়, ঘটনার সময় মোঃ ফাহিম (৩০) নামে এক সিএনজি চালক কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে গ্যারেজের উদ্দেশ্যে রওয়ানা হলে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি নষ্ট হয়ে যায়। এরপর ছিনতাইকারীরা তাকে গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়িটি ছিনতাই করে নেন। পরে গাড়ির মালিক মামলা করলে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদের অবস্থান নিশ্চিত করে গাড়িটি উদ্ধারসহ জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এবং উদ্ধারকৃত সিএনজি প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে চট্টগ্রামের যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ থাকলে সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না