বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ডবলমুরিং থানা যুবলীগ ও ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এম সাদিদ ওয়াহাবের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য আসিফ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারি। উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা মহসিন, রেফায়েত হোসেন রিপন, মো. রোকন, রুবেল, মো. মামুন, কামাল হোসেন জনি, দিপন কান্তি নাথ, আবু জাফর, মো. জাবেদ. নূর উদ্দিন, শাহাজাদা খোরশেদ, হাসান সবুজ, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ফরহাদ, জানে আলম, জাহেদ, মেহেদী হাসান, মো. ওমি, আরাফাত, মো. রাজু মো. ইমন, রাকিব হোসেন প্রমুখ। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুংকার দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হবে। প্রেস বিজ্ঞপ্তি।