ডবলমুরিং থানায় ওসি মহসীনের লাল গোলাপ উপহার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ডবলমুরিং থানা পুলিশের কাছে কাল যারাই অভিযোগ নিয়ে গেছেন, দেখেছেন পুলিশের এক অভিনব রূপ। ওসি মোহাম্মদ মহসীন অভিযোগ শুনে তার সমাধানের ব্যবস্থা করেই বিদায় দিচ্ছেন না, হাতে গুঁজে দিয়েছেন প্রত্যেককে গোলাপ ফুল ও লাভ ক্যান্ডি চকলেট। ডবলমুরিং থানা পুলিশের অন্যরকম ভালোবাসায় আপ্লুত সকলে। তারাই শুধু নন, থানার সামনে দিয়ে চলাচলরত পথচারীরাও পেয়েছেন পুলিশের ভালবাসার এই উপহার।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন এ প্রসঙ্গে আজাদীকে বলেন, ভালবাসা দিবস ভালবাসার মানুষের জন্য। নাগরিকরা, আগত সেবাপ্রার্থীরা আমাদের ভালবাসার মানুষ। তাই তাদের সাথেই দিনটি উদযাপন করেছি। ছোট ছোট এসব উদ্যোগ মানুষের কাছে পুলিশকে আরও আস্থাশীল করে তুলবে বলেই বিশ্বাস করি।
প্রসঙ্গত: কোতোয়ালী থানার ওসি থাকাকালেও গত বছর তিনি এ ধরনের উদ্যোগ নিয়েছিলেন। ডবলমুরিং থানা পুলিশ জানায়, ভালবাসা দিবস উপলক্ষে থানায় আগত প্রত্যেক সেবা প্রার্থীকেই লাল গোলাপ আর ক্যান্ডি চকলেট দিয়ে বরণ করা হয়। পাশাপাশি পথচারীদেরও একই উপহার দেয়া হয় ৪ টি পয়েন্টে।
সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী সিদরাতুল মুনতাহা ডবলমুরিং থানার ওসির কাছে গিয়েছিলেন তার ফেসবুক হ্যাক সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে। জীবনে প্রথমবার থানায় গিয়েই বিস্মিত তিনি! পুলিশ সম্পর্কে নেতিবাচক কথা শুনে আসা এ তরুণী দেখলেন অভিযোগ তো শুনলেনই, উল্টো পুলিশের পক্ষ থেকে অ্যাপায়ন ও ভালোবাসা দিবসে তাদের দেয়া হল লাল গোলাপ উপহার! অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমি কল্পনাও করিনি, পুলিশ এমন আচরণও করতে পারে। পুলিশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা আছে আমাদের। কিন্তু সুন্দর এই আয়োজন আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।
তার সাথে থানায় যাওয়া আরেক কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস সায়মা বলেন, আমরা সব সময় মনে করতাম পুলিশ টাকা খায় আর খুব বাজে আচরণ করে। কিন্তু ডবলমুরিং থানায় গিয়ে সেই ধারণা পাল্টে গেল। তারা আমাদের অভিযোগ শুনার পাশাপাশি অ্যাপায়ন করলেন আর ভালোবাসা দিবসে ওসি সাহেব হাতে তুলে দিলেন লাল গোলাপ।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েলের ৩য় সর্বোচ্চ কর সম্মাননা স্মারক অর্জন
পরবর্তী নিবন্ধপায়ে হেঁটে ১৫০ কিমি পরিভ্রমণে যাচ্ছে চবির ৪ রোভার