বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. ফিরোজ আহম্মদকে সভাপতি ও আবদুর রাজ্জাক চৌধুরী মাসুদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ডবলমুরিং ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত এ ক্লাবের নতুন কমিটিতে সাবেক কৃতি একাধিক ক্রীড়াবিদ স্থান পেয়েছেন।
কমিটির অন্যরা হলেন: সিনিয়র সহ–সভাপতি সাইফুল আলম চৌধুরী, সহ–সভাপতি–মো. আজম চৌধুরী, মো. সুজাউদ্দিন, মো. শামীম বশির, মো. শফিউল আজম, যুগ্ম সম্পাদক–আবদুল মান্নান চৌধুরী ও ফয়সাল ফিরোজ, কোষাধ্যক্ষ– মো. মুমিন, সাংগঠনিক সম্পাদক– মো. সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক– মো. রাশেদ মোস্তফা চৌধুরী, দপ্তর সম্পাদক– মো. বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক– মো. তারেক চৌধুরী, ক্রীড়া সম্পাদক– আরশাদ আলী, সদস্য–জাহাঙ্গীর মো. আলী, মো. দেলোয়ার হোসেন, মো. সাহেদ, মো. নাসির, রাশেদ আলী, মো. ফারুক, মো. আনিসুর রহমান, জিয়াউদ্দিন আহমেদ তানভির। প্রেস বিজ্ঞপ্তি।